Home » » রংপুর মিঠাপুকুরে আল্লাহ’র ৯৯ নাম দিয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ‘আল্লাহু চত্তর’ স্তম্ভ

রংপুর মিঠাপুকুরে আল্লাহ’র ৯৯ নাম দিয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ‘আল্লাহু চত্তর’ স্তম্ভ

চিলাহাটি ওয়েব ডটকম : 23 January, 2021 | 10:41:00 PM

মেহেবুব পারভেজ সুমন, রংপুর থেকে,চিলাহাটি ওয়েব : রংপুরের মিঠাপুকুর উপজেলায় মহান রাব্বুল আলামীন আল্লাহর গুনবাচক ৯৯ নামের ফলক পাথরে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ও সুবিশাল একটি ”আল্লাহু চত্বর” স্তম্ভ।
মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রূপীস পাঁচ মাথার মোড়ে এই দৃষ্টিনন্দন স্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ কাজ এখন প্রায় শেষের দিকে। খুব শিগগির নিপুন হাতের কারুকার্যের কাজ সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করা হবে। রুপসি পাঁচ মাথার মোড়ে এটি পরিচিতি পাবে ‘আল্লাহু চত্বর’ হিসেবে । বর্গাকার স্তম্ভটির চার- পাশে আল্লাহ’র গুনবাচন ৯৯ নাম আরবী এবং বাংলা উচ্চারণসহ উপর থেকে নিচে লেখা হয়েছে। নিচে রয়েছে বর্গাকার বেদি যা আবার দুই স্তরের গোলাকার বেদি দিয়ে পরিবেষ্টিত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান এর আন্তরিক প্রচেষ্টায় আল্লাহু ভাস্কর্যের নির্মাণ কাজ চলছে। তিনি নিজেই এটির ড্রয়িং ও ডিজাইন করেছেন। নির্মাণ কাজ অনেকটা শেষ হলেও এখনো কারুকার্যের কিছু কাজ বাকি রয়েছে। 
দুই ফুট বাই দুই ফুট বর্গাকার এই স্তম্ভ টির উচ্চতা হবে ২৭ ফুট যার ২২ ফুটে রয়েছে আল্লাহ‘র ৯৯ টি নাম এবং উপরে পাঁচ ফুট থাকবে ‘আল্লাহু’ লেখা। ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, গত বছরের আগস্টে এর নির্মাণ কাজ শুরু হয়। এখনো নির্মাণ কাজের কিছু কাজ বাকি রয়েছে। স্তম্ভটির সবার উপরে বড় করে ‘আল্লাহু’ লেখা থাকবে এবং ক্যালিওগ্রাফি লেখা থাকবে। নান্দনিক লাইটিং সিস্টেমের সাথে অটোমেটিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে দিন রাত ২৪ ঘন্টায় এখানে মহান আল্লাহ তায়ালার ৯৯ টি নাম উচ্চারিত হবে। 
বিদ্যুৎ সংযোগের পাশাপাশি আইপিএস সংযোগ থাকবে। তিনি আরও জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে এটির কারুকার্যসহ নির্মাণ কাজ শেষ হলে স্থানীয় সংসদ সদস্য আশিকুর রহমান এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।