Home » » পার্বতীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

পার্বতীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 02 January, 2021 | 11:21:00 PM

বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস/২১ পালিত হয়েছে। 
আজ শনিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে গোল চত্বরে আয়োজিত সমাজসেবা দিবসে উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন। 
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমডির সহকারি প্রকৌশলী বাসুদেব দে, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ শাহীন, উপজেলা প্রাথমিকের সহকারি শিক্ষা অফিসার শহীদুল বারী খান এবং সমাজসেবা অধিদফতর এর বিভিন্ন উপকারভোগিগণ।