Home » , » চিলাহাটিতে বিজিবি’র কম্বল বিতরণ

চিলাহাটিতে বিজিবি’র কম্বল বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 05 January, 2021 | 6:42:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে অসহায় ও দুস্থদের মাঝে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করেছে ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চিলাহাটি কোম্পানি।
 ঠাকুরগাঁও সেক্টর এর সহযোগিতায় ও নীলফামারী ব্যাটলিয়ানের ব্যাবস্থাপনায় মঙ্গলবার দুপুরে চিলাহাটি কোম্পানি গেটে দুস্থদের মাঝে এই কম্বল তুলে দেন কোম্পানি কমান্ডার সুবেদার মোয়াজ্জম হোসেন। 
এ সময় উপস্থিতি ছিলেন হাবিলদার মাহাবুবুর রহমান, কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক দিপু। চিলাহাটি কোম্পানি কমান্ডার সুবেদার মোয়াজ্জম হোসেন বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ নয়। বিজিবি বিভিন্ন দুর্যোগেও দেশবাসীর সহমর্মী হয়ে কাজ করছে। প্রতিবছরের মত এবারও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।