Home » » ডিমলায় মহান বিজয় দিবস উদযাপন

ডিমলায় মহান বিজয় দিবস উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : 16 December, 2020 | 11:33:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 
বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন উদ্দেগে জাতীয় পতাকা উত্তোলন, দোওয়া মিলাদ মাহফিল ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন শেষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। 
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ইউএনও জয়শ্রী রানী রায়, ওসি সিরাজুল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, যুবলীগের আহবায়ক শৈলেন চন্দ্র রায়, যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা এএইচএম ফিরোজ, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ। এছাড়া সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ হতে সহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।