এক টুকরো বাংলাদেশ
॥ সাহানুকা হাসান শিখা ॥
সুদূর প্রবাসে আমার
এক টুকরো বাংলাদেশ।
লাল সবুজের শাড়ি পরা
কালো মাথার কেশ।
বিজয়ের কবিতা খানি
পাঠ হলো বেশ।
হৃদয় জুড়ে আছে কেবল
স্বাধীনতার রেশ।
পতাকার বুকে লাল সূর্য্য
যেন স্বপ্নের আবেশ।
বীরাঙ্গনার জয়ের মালা,
তারই গলে উন্মেষ।
শহীদের ভাইদের রক্তের ঋণ
কখনও হবে না শেষ।
প্রবাসীর বিজয় আনন্দ
এক টুকরো বাংলাদেশ।