Home » » কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চিলাহাটি ওয়েব ডটকম : 29 December, 2020 | 10:42:00 PM

মিজানুর রহমান, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার নিবার্হী অফিসারের নতুন বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলা পরিষদ অঙ্গনে আধুনিক মডেলের ডুপ্লেক্স ডিজাইনের দ্বিতল ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৯ লাখ টাকা। ওই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহীঅফিসার মোছাঃ রোকসানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হাসনাত সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বাবু মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম ও গণমাধ্যমকর্মী প্রমুখ