বিজয় এলো ডিসেম্বর মাসে
॥ শাকিল মাহমুদ শাহিন ॥
রক্ত দিয়ে এনেছে যারা
স্বাধীনতার প্রতীক
যুদ্ধের সময় ছুটেছিল তারা
বিভিন্ন বিগদিক।
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ
করলো স্বাধীন
দেশের জন্য যারা জীবন দিলো
ভুলবোনা তাদের ঋণ।
একাত্তুর সালে স্বাধীনতার জন্য
করেছে যারা যুদ্ধ
পরাধীনতা থেকে মুক্ত করে
জাতিকে করেছে মুগ্ধ।
ডিসেম্বর মাসে ছিনিয়ে এনেছে
বাংলাদেশের বিজয়
মুক্তিসেনারা করেছিল সেদিন পাক
সেনাদের পরাজয়।
স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে যারা
দেশের জন্য দৈনিক
মুক্তি সেনারা থাকবে হয়ে প্রকৃত
দেশ প্রেমিক সৈনিক।
মুক্তি সেনাদের মত দেশ প্রেমিক সৈনিক
পাবেন না আর ভাই
জাতীয় পতাকার মাঝে আমরা তাদের
গন্ধ খোঁজে পাই।
লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন
হয় বাংলাদেশ
বিজয়ের উল্লাস বাঙালী জাতির নাইতো
এবার শেষ।
বাংলা মায়ের ঘরে বিজয় এলো
ডিসেম্বর মাসে
স্বাধীনতাকে জয় করে বাঙালী
আনন্দেতে হাসে।