হে বিজয়
॥ ফজলে রাব্বি নবাব ॥
তপ্ত ইতিকথা ছোট নয়
মোটেও হে বিজয়
উর্ধ্বাকাশে উচ্চশিরে
জানিয়ে বিশ্বটিরে
মহিমা তোমার বলিদানে
বিজয় হে বিজয়!/
এখনো ঘটছে জয় আর জয়
আদি অন্ত হবেনা ক্ষয় হে বিজয়
মেঠোপথ রাজপথ নেই কোন গতিশ্লথ
রক্তের ফসল ও ফসিল হে বিজয়!
এ আমার অদেখা জগত তবু
অনুরাগে অনুভবে মহাজাগতিক প্রীতি
প্রাণ খুলে হাসি গাই স্বার্বভৌম জাতি তাই
গণতন্ত্রের গণ আকাঙ্খায় হে বিজয়!