Home » » কুড়িগ্রামে নারী নেতৃত্বে প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামে নারী নেতৃত্বে প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 13 December, 2020 | 8:46:00 PM

কুড়িগ্রাম প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দেশে শুরু হয়েছে কনকনে শীত। পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। তবে সব চেয়ে বেশি মানবেতর জীবনযাপন করেন বিশেষ চাহিদা সম্পর্ন ব্যক্তিরা। এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন উদয়াস্কু সেবা সংস্থা (ইউএসএস) এবং একশনএইড বাংলাদেশ ।
আজ ১৩ ডিসেম্বর কুড়িগ্রামের ফুলবাড়িতে শিমুলবাড়ি এবং বড়ভিটা ইউনিয়ন শীত বস্ত্র বিতরণ করা হয় এসব উপস্থিত ছিলেন শিমুলবাড়িও বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী, খয়বর আলী। ইলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি ইকবাল হোসেন, ইউএসএস প্রকল্প সমন্বয়কারী কায়কোবাদ হোসেন, স্পন্সারশীপ অফিচার বিমল চন্দ্র মন্ডল এবং উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য ও নারী নেতৃবৃন্দ। এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন উদয়াস্কু সেবা সংস্থা (ইউএসএস) এবং একশনএইড বাংলাদেশ ।