আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেললাইন চলতি মাসের ১৭ ডিসেম্বর চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ বৃহ:বার বিকাল ৪ টা ৩০ মিনিটে চিলাহাটি রেলওয়ে স্টেশন পরিদর্শন কালে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন এ সব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চিলাহাটি হলদিবাড়ি রেললাইনের উদ্বোধন করবেন।
তিনি আরো বলেন, বর্তমানে আমাদের ট্রেনের সংখ্যা বেড়েছে কিন্তু ট্রেন লাইনের সংখ্যা বাড়ছে না। আমাদের ট্রেন লাইনগুলো বেশির ভাগই এক লাইনে চলাচল করে। ট্রেন লাইনগুলো যতদিন পর্যন্ত এক লাইন থেকে ডাবল লাইন না করা হবে ততদিন পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয় এড়ানো যাবে না।