Home » » ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে নিহত-১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে নিহত-১

চিলাহাটি ওয়েব ডটকম : 24 November, 2020 | 10:55:00 PM

আজম রেহমান, ঠাকুরগাঁও ব্যুরো, চিলাহাটি ওয়েব : বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহা সড়কের বালিয়া পুকুর নামক স্থানে মঙ্গলবার দুপুর ২ টায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন এবং আহত হয়েছেন আরও ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও অভিমুখে ট্রাকটি যাচ্ছিল ও মোটর সাইকেলটি বিপরীতে বালিয়াডাঙ্গীর দিকে আসছলি। এ সময় ট্রাকটিকে সাইড দেয়ার সময় মটর সাইকেলের সামনে পড়ে যান এক বৃদ্ধ। এই বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক আবু সাঈদ (২৫) ঘটনাস্থলে নিহত হন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের আবেদ আলীর ছেলে। গুরুতর আহতরা হলেন, অপর মটর সাইকেলে আরোহী কালমেঘ কাজিবস্তী গ্রামের মৃত মনতাজের ছেলে খলিল(৫০) ও বাইরা বিষ কোম্পানীর প্রতিনিধি বীরগঞ্জ উপজেলার চকমহাদেব গ্রামের আব্দুস সামাদের ছেলে গোলাম মোস্তপা(৩০)। আহতদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান জানান, মরদেহ, ট্রাক এবং মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।