Home » » পীরগঞ্জে ভুট্টা ক্ষেত নষ্ঠ সহ জবরদখলের অভিযোগ

পীরগঞ্জে ভুট্টা ক্ষেত নষ্ঠ সহ জবরদখলের অভিযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : 14 November, 2020 | 11:14:00 PM

আজম রেহমান, ঠাকুরগাঁও ব্যুরো প্রধান, চিলাহাটি ওয়েব : জেলার পীরগঞ্জ উপজেলায় ভোগদখলীয় ৭৫ শতক সম্পত্তি জবরদখলের হুমকি সহ ট্রাক্টর দিয়ে ক্ষেতের ভুট্টা নষ্ট করে জমি চাষ দেয়ায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তি পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। 
জানা যায়, উপজেলার বোলদিয়ারা মৌজায় জেএল-১৫৭, খং-৩৬৯, ৪২২ নং দাগে ক্রয়সূত্রে ৭৫ শতক জমি দীর্ঘদিন ধরে মাটিয়ানি ডাঙ্গীপাড়া গ্রামের মৃত বসির উদ্দিনের পুত্র মো.আফসার আলীর ভোগদখলে থাকাকালে গত ১৩ নভেম্বর সকালে বোলদিয়ারা গ্রামের আব্দুস সবির তার সঙ্গীয় লোকজন নিয়ে উক্ত সম্পত্তি জবর দখলের লক্ষ্যে মহেন্দ্র ট্রাক্টর দিয়ে ক্ষেতের ভুট্টা নষ্ট করে সমগ্র জমিতে চাষ দেয়। এতে করে জমির ৫০ হাজার টাকার ভুট্টা ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। এ সময় জমির মালিক আফসার আলী বাধা দিলে তাকে নানা রকম হুমকি দেয়া হয়। এ ব্যাপারে আফসার আলী বাদি হয়ে বোলদিয়ারা গ্রামের আব্দুস সবির, ভাকারু মোহাম্মদ,মোস্তাক ও অর্জুন চন্দ্র সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।