Home » » ঠাকুরগাঁওয়ে আলুবীজ চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে আলুবীজ চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

চিলাহাটি ওয়েব ডটকম : 03 November, 2020 | 11:10:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি, চিলাহাটি ওয়েব :ঠাকুরগাঁওয়ে “বীজআলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ,মাননিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা” শীর্ষক চাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
উপপরিচালক (টিসি), বিএডিসি হিমাগার ঠাকুরগাঁওয়ের আয়োজনে মঙ্গলবার বিএডিসি হিমাগার কার্যালয়ে দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন (মাবীউকৃবিপ্র) ঢাকা এর প্রকল্প পরিচালক আবির হোসে। 
এ সময় উপস্থিত ছিলেন উপরিচালক (টিসি),বিএডিসি ঠাকুরগাঁওয়ের উৎপল কুমার শাহা, কঃ গ্রোঃ এর উপপরিচালক ফারুক হোসেন,উপ সহকারী পরিচালক (টিসি) বিএডিসি ঠাকুরগাঁও হিমাগার আনোয়ার হোসেন সহ বিএডিসি ঠাকুরগাঁওয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দুই দিন ব্যাপী এ কর্মশালার প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার ৩০ জন চাষী অংশগ্রহণ করেন।