Home » » পীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

পীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

চিলাহাটি ওয়েব ডটকম : 07 November, 2020 | 10:55:00 PM

পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নির্দেশে গতকাল শনিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী পলাশ। 
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর সাইফুল আজাদের সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, উপজেলা বিএনপি নেতা মোতাহারুল ইসলাম নিক্্রন, ইয়াতিমুল হাসান মাস্টার লিটন, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান, সদস্য সচিব আব্দুস সালাম, কৃষক দলের আহবায়ক আব্দুর রহমান, মিঠিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল আলম বাবলু, পাঁচগাছি ইউনিয়ন বিএনপির একরামুল হক আসাদ, রামনাথপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মনছুর তালুকদার, পীরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মনু, বড় আলমপুর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, কাবিলপুর ইউনিয়ন সম্পাদক মাসুদ রানা, চতরা ইউনিয়ন সভাপতি নুরুল পন্ডিত, মদনখালী ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম রফিক, চৈত্রকোল ইউনিয়ন সম্পাদক তাহসিন মিয়া, রায়পুর সভাপতি মোস্তফা মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার আকন্দ, কবির হোসেন, শাকিল প্রধান, পীরগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রুমন, যুগ্ম আহবায়ক সোহান প্রমুখ। এসময় পীরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ওলামা দল, শ্রমিক দল ও শাহ আবদুর রউফ কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ উপজেলার ১৫ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।