Home » » পার্বতীপুরে জাতীয় পাটিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত

পার্বতীপুরে জাতীয় পাটিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 03 November, 2020 | 11:24:00 PM

স্টাফ রিপোর্টার,চিলাহাটি ওয়েব : পল্লীবন্ধু মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইঞ্জিনিয়র তালাল ওয়াসিম মানিক এর নেতৃত্বে শতাধিক নারী পুরুষ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পাটিতে যোগদান করলেন। 
আজ মঙ্গলবার সকালে উপজেলা জাতীয়পাটি কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার আয়োজনে জাতীয় যুব সংহতি উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান ফিজারের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পাটির পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি কাজী আব্দুল গফুর। 
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জহুরুল হক জহু, রেলওয়ে শ্রমিক পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজুল হক। অনুষ্ঠানে ফুলের মালা গলায় পড়িয়ে ইঞ্জিনিয়র তালাল ওয়াসিম মানিক জাতীয় পাটিতে যোগদান করেন। 
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক এমদাদুল হক। অনুষ্ঠানটি পরিচালানা করেন উপজেলা জাতীয় ছাত্র সমাজ এর আহবায়ক জীবন কুমার পাল।