Home » » ডোমারে ঈদ-এ-মিলাদুন্নবী(সাঃ) ও ইছালে ছওয়াব উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডোমারে ঈদ-এ-মিলাদুন্নবী(সাঃ) ও ইছালে ছওয়াব উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 30 October, 2020 | 7:18:00 PM 

 

 

 

গোপাল চন্দ্র রায়,ডোমার প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :নীলফামারীর ডোমারে ঈদ-এ-মিলাদুন্নবী(সাঃ) ও ইছালে ছওয়াব উপলক্ষে কোরআানখানি, ওয়াজ,মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩০ অক্টোবর) ডোমার শহরস্থ একরামিয়া,মাহবুবিয়া,হাফিজুলিয়া,আফজালুলিয়া দরবার শরীফের থানাপাড়া মাজার শরীফ সংলগ্ন একরামিয়া বাইতুল মামুর জামে মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করেন- একরামিয়া,মাহবুবিয়া, হাফিজুলিয়া, আফজালুলিয়া দরবার শরীফের গদ্দিনশিন পীর শাহ সূফী সৈয়দ খন্দকার এরফানুল হক এম এম। এর আগে কোরআন খানি,ওয়াজ ও মিলাদ মাহফিল পরিচালনা করেন-শাহ সূফী সৈয়দ খন্দকার এজাহারুল হক সাজু হুজুর ও মাওলানা আব্দুল খালেক। দোয়া মাহফিলে অংশ নিতে দুর-দুরান্ত থেকে অনেক মুরিদান ডোমারে আসেন