মিজানুর রহমান কিশোরগঞ্জ,নীলফামারী প্রতিনিধি, চিলাহাটি ওয়েব :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী 'মুজিব
বর্ষ' উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সড়কে তালবীজ রোপন করা হয়।
দুপুরে ত্রান দূর্যোগ ও পূনর্বাসন মন্ত্রনালয়ের আওতাধীন গ্রামীণ সড়ক উন্নয়ন
প্রকল্পের (কাবিখা) আওতায় এ কর্মসূচী পালন করা হয়। পুটিমারী ইউনিয়নের শ্বশান
বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার
রোকসানা বেগম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার ও ডিও
ব্যবসায়ী লুৎফর রহমান প্রমূখ।
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন,বজ্রপাত থেকে মুক্তির জন্য
উপজেলার ৯টি ইউনিয়নে ৫শ করে মোট ৪ হাজার ৫শ বীজ রোপন করা হবে।