মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মো. নজরুল ইসলাম তালুকদারকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ৩ (২)(খ) এবং ৩ (৩) মোতাবেক রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার এক নং গেদুরা ইউনিয়নের বাসিন্দা।