Home » » কিশোরগঞ্জে গ্যাস ট্যাবলেট সেবনে স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জে গ্যাস ট্যাবলেট সেবনে স্কুলছাত্রের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 22 October, 2020 | 10:20:00 PM


মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইঁদুর দমনের গ্যাস ট্যাবলেট সেবনে জাহাঈীর আলম (১৪)নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩ টার সময় উপজেলার নিতাই মুশরুত পানিয়াল পুকুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে ও একই গ্রামের দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মোকলেছুর রহমান তার ছেলে জাহাঙ্গীর আলম কে লেখাপড়ার বিষয়ে শাসন করলে এতে জাহাঙ্গীর আলম ক্ষিপ্ত হয়ে দুপুর তিনটার দিকে বাড়ির পার্শ্ববর্তী সড়কে ইঁদুর দমনের গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল গ্যাস ট্যাবলেট সেবনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।