Home » » ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

চিলাহাটি ওয়েব ডটকম : 09 September, 2020 | 11:41:00 PM

মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁও জেলায় নতুন করে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে ১০০৯ জনে দাঁড়িয়েছে। দিনাজপুর পিসিআর ল্যাবে মেশিন খারাপ হওয়ায় চার দিন কোন পরীক্ষা হয়নি। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা থেকে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কয়েকদিনের পুঞ্জিভূত নমুনার আংশিক রিপোর্ট পাওয়া যায়। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ঐদিন প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় মোট ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে সদরে চিকিৎসকসহ ১৩ জন, বালিয়াডাঙ্গীতে স্বাস্থ্যকর্মীসহ ৩ জন এবং পীরগঞ্জে ১জন। এনিয়ে সদরে ৫১৮ জন, হরিপুরে ৮৫ জন, পীরগঞ্জে ৯৩ জন, রাণীশংকৈলে ১১৯ জন ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৯৪ জনের করোনা শনাক্ত হলো। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৩০ জন। দিনাজপুর পিসিআর ল্যাবের মেশিন খারাপ হওয়ায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানান সিভিল সার্জন। আগামী ১২ সেপ্টেম্বর শনিবারের মধ্যে দিনাজপুর পিসিআর ল্যাব চালু হতে পারে বলে জানান তিনি।