মিজানুর রহমান কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে কারিমা আক্তার কালটি (৩৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। গতকাল, সোমবার রাত ১২টার দিকে উপজেলার উত্তর বাহাগিলী ঝল ঝলী পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের ফিকরুল হকের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাব গেছে, গতকাল সোমবার রাতে কারিমা আক্তার কালটি (৩৫) স্বামী সন্তানদেরকে নিয়ে বাঁশের বেড়ায় ঘেরা টিনের ঘরের শয়ন কক্ষে ঘুমাতে যান। ঘুমন্ত অবস্থায় তার পায়ে বিষধর গোখরা সাপ কামড় দেয়। এ সময় তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে ওঝার সহায়তায় সাপটিকে আটক করেন। এ অবস্থায় রাতেই তার স্বজনরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি করার ১০ মিনিটের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুল কারিমা আক্তার কালটির সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।