Home » » পলাশবাড়ীতে আন্তঃজেলা ডাকাত ও চোরসহ ৬ জন আটক

পলাশবাড়ীতে আন্তঃজেলা ডাকাত ও চোরসহ ৬ জন আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 03 September, 2020 | 11:39:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ২৫ মামলার ও ১৫ এর অধিক মামলা আসামী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার চিহিৃন্ত আন্তঃজেলা ডাকাত ও চোর সদস্যসহ ৪ জনকে আটক করা হয়েছে । পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নির্দেশে থানা ওসি তদন্ত মতিউর রহমানের নেতৃত্বে এস আই সঞ্জয় কুমার, এস আই জিয়াসহ সঙ্গীয় ফোর্স গত দিন ধরে দীর্ঘ সময় চিরুনী অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর গোড়াই এলাকা হতে তিন জনকে ও ঢাকা আদাবর এলাকা হতে একজন কে আটক করেছে। এছাড়াও আরো দুই মাদক কারবারিকে গ্রেফতার করছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চিহিৃন্ত আন্তঃজেলা ডাকাত সদস্য উপজেলার ছোট ভগবানপুর গ্রামের ১৫ এর অধিক মামলার আসামী পাপুল মিয়া (২৫) গোয়াল পাড়া গ্রামের চিহিৃন্ত আন্তঃজেলা গরু চোর ও ডাকাত সদস্য ২৫ এর অধিক মামলার আসামী জাহাঙ্গীর আলম (৩৮) ,পূর্ব ফরিদপুর গ্রামের চোর সদস্য আব্দুল হান্নান (৩৩), সাদুল্যাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামের চিহিৃন্ত গরুচোর আইয়ূব আলী পানিয়া (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।