Home » » কিশোরগঞ্জে জেলের জালে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে।

কিশোরগঞ্জে জেলের জালে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে।

চিলাহাটি ওয়েব ডটকম : 29 September, 2020 | 11:13:00 PM

মিজানুর রহমান কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উঃ দুরাকুটি কালুরঘাট নামক স্থানের চাড়াল কাটা নদীতে জেলের জালে সাকার মাউথ ফিস নামে এক বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে নদীতে মাছ ধরার সময় মোস্তফা নামের এক জেলের ফাসিঁ জালে এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১ কেজি মত। আজ সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই বিরল প্রজাতির সাকার মাউথ ফিস ধরার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে জেলে মোস্তফার বাড়িতে মুহুর্তের মধ্যে মাছটি কে দেখার জন্য বিভিন্ন এলাকার উৎসুক জনতার ভিড় জমায়। জেলে মোস্তফা জানান,সকালে কালুরঘাটের নিচে ফাসিঁ জাল নিয়ে মাছ ধরতে গেলে ওই অচেনা মাছটি জালে আটকা পড়ে। এতে তিনি ভিত হয়ে পড়েন। পরবর্তীতে মাছটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।এ মাছের শরীরে বাদামি ধূসর কাল রংগে যেন শিলাখণ্ডের খচিত কোন নিপুন শিল্পীর হাতে আঁকাবাঁকা এক চিত্রশিল্প। সাধারণ মাছের অগ্রভাগে মুখ অবস্থিত। কিন্তু এ প্রজাতির মাছের মুখ বুকের অগ্রভাগে অবস্থিত। এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসার আবুল কাশেম জানান, এটা মূলতঃ সাকার মাউথ ফিস বিদেশী,সামুদ্রিক মাছ। সমুদ্রসহ নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হয়তো কোন সমুদ্র এলাকা থেকে ভেসে আসতে পারে। এ ধরনের মাছ সাধারণত একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। তিনি আরো জানান, মিঠা পানির তলদেশে এ মাছ বেড়ে উঠলে ওজনে ৫ থেকে ৬কেজি পর্যন্ত হতে পারে।