Home » » নবাবগঞ্জে বিদ্যুৎ স্পর্শে এক শিশুর মৃত্যু

নবাবগঞ্জে বিদ্যুৎ স্পর্শে এক শিশুর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 18 September, 2020 | 7:37:00 PM

অলিউর রহমান মেরাজ,নবাবগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের নবাবগঞ্জে নানার বাড়ীতে বেড়াতে এসে বিদ্যুৎ স্পর্শে আবির হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ৯ টার দিকে উপজেলার চক নওদা গ্রামে। নবাবগঞ্জ থানার এস আই বদিউজ্জামান জানান আবির হোসেন ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ী এলাকার আইয়ুব আলীর ছেলে।

সে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চকনওদা (আমবাগান) গ্রামে নানা ফেলান উদ্দীনের বাড়ীতে পিতার সাথে বেড়াতে আসে। বুধবার রাতে মোবাইল ফোনে চার্জ দেয়ার সময় সে বিদ্যুৎ স্পর্শে মারা যায়।