Home » » পার্বতীপুরে বিশিষ্ট রাজনীতিবীদ আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন

পার্বতীপুরে বিশিষ্ট রাজনীতিবীদ আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন

চিলাহাটি ওয়েব ডটকম : 20 September, 2020 | 11:23:00 PM

বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :পার্বতীপুরের একনিষ্ট রাজনীতিবীদ আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার পার্বতীপুর পুরাতন বাজারের ধান হাটিতে দুপুর ২টায় মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পুরাতন বাজার ভাস্করপট্টি কবর স্থানে সমাহিত করা হয়। মরহুমরে যানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছাড়া বর্তমান পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব এমএ ওহাব সরকার যানাজা নামাজে অংশ নেন। 
জানা গেছে মরহুম আব্দুস সাত্তার দীর্ঘ কয়েক বছর থেকে অসুস্থতায় ভুগছিলেন। গতকাল ১৯ সেপ্টেম্বর রাত ৮টা দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। এসময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদিদল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওযানুল হক, বর্তমান পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব এমএ ওহাব সরকার পৃথক পৃথক এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞানপন করেন।
এছাড়াও বিভিন্ন দলের নেতা কর্মীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞানপন করেন। 
এদিকে মরহুম আব্দুস সাত্তার শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদিদল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তারসাথে থাকা অন্যান্য রাজনীতিবিদরা সরকারের পট পরিবর্তনের সাথে সাথেই দল ছুট হয়ে যান। কিন্তু সে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদিদল যোগদানের পর থেকেই তিনি তার রাজনীতি জীবনে নীতি নৈতিকায় অটুট ছিলেন। তিনি তার আদর্শ থেকে সরে যাননি। এমন একজন রাজনীতিবীদকে অনেকেই স্যালুট জানিয়েছেন।