Home » » বোদায় প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে অনলাই সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

বোদায় প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে অনলাই সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 24 September, 2020 | 11:20:00 PM

নজরুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ে মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সুস্থ কিশোরী নিরাপদ আগামী এই বিশ্বাসে প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে অনলাই সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি গত ২০ সেপ্টেম্বর জুম কনফারেন্সের মাধ্যমে কিশোরী শিক্ষার্থীদের সাথে কথা বলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় গতকাল বৃহস্পতিবার জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের ৪০ জন কিশোরী শিক্ষার্থীর সাথে জুম কনফারেন্সে প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে অনলাই সচেতনতা ক্যাম্পেইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার। তিনি কিশোরী শিক্ষার্থীদের লেখাপড়া শিখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান। ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে স্বাস্থ্য সচেতনতা মুলক বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড.জেবউননেছা,খুলনা সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রন বিভাগের মেডিকেল অফিসার শেখ সাদিয়া মনোয়ার ঊর্ষা,বোদা উপজেলা নির্বাহী অফিসার ফারুক আলম টবি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী। জুম মিটিংয়ে কিশোরী শিক্ষার্থীরা স্বাস্থ্য বিষয়ে নানা প্রশ্ন করেন। বক্তারা ভার্চুয়াল সভায় কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে নানা প্রশ্নের উত্তর ও মোটিভিশনাল বক্তব্য দেন। পঞ্চগড় জেলার ৪৩ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ শত কিশোরী ছাত্রীর সাথে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে পর্যায়ক্রমে প্রজনন স্বাস্থ্য বিষয়ে জুম মিটিং অনুষ্ঠিত হবে। প্রজনন স্বাস্থ্য বিষয় প্রচারনার জন্য জেলা প্রশাসন এই ১৭ শত কিশোরী শিক্ষার্থীকে এ্যাম্বাসেডর হিসেবে ঘোষনা করা হযেছে। । উল্লেখ্য নারী শিক্ষার অগ্রগতি উপলক্ষে এসকল ছাত্রীকে মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে বাইসাইকেল প্রদান করা হয়।