Home » » খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শাক ও সবজি বীজ বিতরণ

খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শাক ও সবজি বীজ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 22 September, 2020 | 11:30:00 PM

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সল্প ও মধ্যম মেয়াদী ১২ প্রকার শাক ও সবজির বীজ বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন হয়েছে। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২২সেপ্টম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুম ২০২০-২১ অর্থবছরের খরিপ-২,২০২০-২১ মৌসুমের প্রণোদনা কর্মসূচীর আওতায় ৬০জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়। 
শাক ও সবজির বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজমুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকবৃন্দ।