বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সামাজিক সংগঠন "হৃদয়ে পার্বতীপুর" এর উদ্দোগে আজ মঙ্গলবার বিকালে পার্বতীপুর জ্ঞানাঙ্কুর স্কুল মাঠে মেহগুনী গাছের চারা রোপন করা হয়।
সংগঠনটির সভাপতি পারভেজ খান চারা রোপনের কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সোহরাব হোসেন বাবু,সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান নয়ন,সহ- সভাপতি আহসান হাবীব নয়ন,বিপ্লব,কাঞ্চন,রিপন,সাধারণ সম্পাদক তানভীর হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক বর্ষণ,আল-আমিন সূর্য,সাংগঠনিক সম্পাদক ইরফান খান লাল,হিলা সম্পাদক সাফিয়া,সান্তনা,প্রচার সম্পাদক আবু সাইদ সোহাগসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
গ্রুপের কার্যকরী কমিটির রেলওয়ে বিষয়ক সম্পাদক কবির হোসেন বলেন, পার্বতীপুরকে সুন্দর ভাবে সাজানোর লক্ষে কাজ করে যাচ্ছি আমরা। বৈশ্বিক উষ্ণতা এখন গোটা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। তাই আমরা বৃক্ষরোপন কর্মসূচীকে প্রাধান্য দিয়েছে। পর্যায়ক্রমে আমরা শিক্ষাখাত, সামাজিক সহায়তা সহ বিভিন্ন কাজে অবদান রাখার চেষ্টা করব।