Home » » সাদুল্লাপুরের কৃষক পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত

সাদুল্লাপুরের কৃষক পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : 08 August, 2020 | 11:49:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : গাইবান্ধার সাদুল্লাপুর উপেজলার জহুরুল ইসলাম (৫০) নামের এক কৃষক রংপুরের পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বিকেলে পীরগঞ্জ বাস স্টান্ডের পুর্ব পাশে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের তেলের পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কান্দুরা শেখের ছেলে। স্থানীয়রা জানান, ওইসময় পীরগঞ্জ থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন জহুরুল ইসলাম। এতে তেলের পাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাকড়া গাড়ী (মহেন্দ্র) ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় জহুরুল ইসলামসহ আরও অন্যান্য যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম মারা যায়।