Home » » ট্রলির চাপায় মটর সাইকেল চালকের মৃত্যু

ট্রলির চাপায় মটর সাইকেল চালকের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 17 August, 2020 | 4:05:00 PM

আফজাল হোসেন,ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির মুক্তারপুর ডাঙ্গাপাড়া পাকা রাস্তায় বালুর ট্রলির চাপায় মটর সাইকেল চালকের মৃত্যু।
আজ সোমবার সকাল সাড়ে ৬ টায় খয়েরবাড়ী ইউপির ফকিরপাড়া গ্রাম থেকে মোঃ তোফাজ্জাল হোসেন (৪৩) কে মুক্তারপুর ডাঙ্গাপাড়া রাস্তায় ট্রলি চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
জানা যায়, মৃত শাহাজান আকবরের পুত্র মোঃ তোফাজ্জাল হোসেন খয়েরবাড়ী ইউপির ফকিরপাড়া গ্রামে শশুরবাড়ীতে বসবাস করত। তার নিজ বাড়ি চিরির বন্দর উপজেলার চম্পাতলি গ্রামে। সে মুক্তারপুর ডাঙ্গাপাড়া ফাহিম প্লাস্টিক মিলে কাজ করত।
ফুলবাড়ী থানার পুলিশ খবর পেয়ে সকাল ৮টায় সেখান থেকে তার লাশ উদ্ধার করে থানায় আনেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, এই দূর্ঘনায় মামলা হয়েছে।