বিশেষ প্রতিনিধি, চিলাহাটি ওয়েব :
দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক মানব বার্তা পত্রিকার ১৭তম বর্ষপুর্তী ও ১৮তম বর্ষে পদার্পন উপলক্ষে কবিতার আসরের কবিগণের মিলন মেলা/২০ শনিবার বেলা ১১টায় পত্রিকিাটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকাটির বার্তা সাহিত্য সম্পাদক কবি মাহফুজুল ইসলাম মাহফুজ এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিষ্ট, প্রবীন সাংবাদিক ও কবি আবদুল কাদির।
বক্তব্য রাখেন, পত্রিকাটির সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু, কবি লায়লা আরজুমান সুইটি, শোভা হক, শাকিল মাহমুদ শাহীন ও মামুন আহম্মেদ প্রমুখ। পত্রিকাটির সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু বলেন, বাংলাদেশের মধ্যে এটাই প্রথম বা একমাত্র পত্রিকা যে পত্রিকায় সাহিত্য পাতায় কবিগণের ছবিসহ বিগত ৫ বছর ধরে কবিতার আসর নামে সাহিত্য পাতা অব্যাহত রয়েছে। আগামীতেও এ প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।