Home » , » আগামীকাল রেলপথ মন্ত্রী ৫ দিনের সফরে পঞ্চগড় আসছেন

আগামীকাল রেলপথ মন্ত্রী ৫ দিনের সফরে পঞ্চগড় আসছেন

চিলাহাটি ওয়েব ডটকম : 02 August, 2020 | 10:09:00 PM

নজরুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি ৫ দিনের সরকারী সফরে ৩ আগষ্ট পঞ্চগড় আসছেন।
সফরকালে মন্ত্রী পঞ্চগড় জেলায় কোভিড-১৯ মোকাবেলায় জেলা প্রশাসনের কার্যক্রম পরিদর্শ,মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ চারা বিতরণ,এলাকার উন্নয়নে প্রশাসনের সাথে মিটিং,এলাকার উন্নয়ন মুলক কাজে তদ্বারকি,মসজিদ,মন্দির ও অসহায় ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ,বৃক্ষ চারা রোপন ও বিতরণ সহ ঈদ পরবর্তী দলীয় নেতা কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
মন্ত্রী ৩ আগষ্ট ঢাকা থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার মহাজন পাড়ায় নিজ বাস ভবনে পৌঁছাইবেন।
তিনি ৪ আগষ্ট সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার দেবীগঞ্জে বন্যায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া সড়ক যোগাযোগের পুনঃস্থাপনা বিষয়ক সভায় উপস্থিত থাকবেন।
৫ আগষ্ট সকালে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা বিতরণ করবেন। একই দিন দুপুরে বোদায় অনুদানের চেক বিতরণ করবেন। মন্ত্রী একই দিন বিকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ চারা বিতরণ করবেন।
৬ আগষ্ট নিজ বাসভবনে দলীয় নেতা কর্মী ও সর্ব সাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
৭ আগষ্ট দুপুরে তিনি সৈয়দপুর হয়ে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।