Home » » ঘোড়াঘাট রানীগঞ্জ সকলের ইদুয়ার ভাই আর নেই

ঘোড়াঘাট রানীগঞ্জ সকলের ইদুয়ার ভাই আর নেই

চিলাহাটি ওয়েব ডটকম : 23 August, 2020 | 11:21:00 PM

মনোরঞ্জন মোহন্ত- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের দর্জি মাষ্টার এলাকার সকলের প্রিয় বড় ভাই, সহাস্যমুখ, সকলের মায়া, মমতা ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন রুহুল আমীন ইদুয়ার (৬০) । লেডিস দর্জি মাষ্টার নামে এলাকায় সুপরিচিত। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭ টায় আবু সাঈদ মার্কেটে নিজ দোকানে শ্বাস কষ্ট ও বুকেপিঠে ব্যথা অনুভব হলে কর্মচারী মহসিনা খাতুন তার বাড়িতে সংবাদ দেয়।দ্রুত বাড়ির লোকজন স্হানীয় পল্লী চিকিৎসক আব্দুল কাদের আনসারির দ্বীপ ফার্মেসিতে নিয়ে যায়। সেখানেই রাত সাড়ে সাত টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।( ইন্নালিল্লাহি --------------রাজিউন)। ঘোড়াঘাট উপজেলার রামপুর টুব ঘরিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। প্রিয় মানুষটির লাশ এক নজর দেখার জন্য তার বাড়িতে শত শত মানুষের সমাগম ঘটে।মৃত্যু কালে বাবা, স্ত্রী, ২ মেয়ে, আত্নীয় স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।