Home » » কিশোরগঞ্জে চির নিদ্রায় শায়িত হলেন শাহীন

কিশোরগঞ্জে চির নিদ্রায় শায়িত হলেন শাহীন

চিলাহাটি ওয়েব ডটকম : 02 August, 2020 | 2:00:00 PM

মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সর্বস্তরের মানুষকে কাঁদিয়ে অশ্রুসিক্ত নয়নে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন কিশোরগঞ্জের উপজেলার উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মৌলভী মোঃ আফতাবুজ্জামান শাহীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর । তিনি ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলহাজ্ব ছায়েদ হোসেনের তৃতীয় পুত্র। তিনি মৃত্যুকালে দুই স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার রাত ১০.৪০ মিনিটে কিশোরগঞ্জের নিজ বাসায় প্রচন্ড বুকের ব্যাথা অনুভবে হলে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ রোববার সকাল ১১ টায় সর্বস্তরের মানুষের ঢলে শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত হয়ে তার উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থান মায়ের পাশে সমাহিত করা হয়।