অলিউর রহমান মেরাজ,নবাবগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ পারুল বেগম করোনামুক্ত হয়েছেন।
শুক্রবার রাতে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
তিনি গত ২৭ জুলাই করোনা টেষ্টে করা হলে ফলাফল পজেটিভ আসলে তিনি হোম কোয়ারেন্টিনে থাকেন।
১৮ দিন শেষ হওয়ার পর পুনরায় করোনা টেষ্টে তার নেগেটিভ আসে।
বিষয়টি উপজেলা স্বাস্থ্য পঃ পঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী নিশ্চিত করেছেন ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম বলেন, তার সুস্থতার জন্য মহান আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা ও শোকরিয়া প্রকাশ করছেন।