Home » » ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪জন ধর্ষক আটক

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪জন ধর্ষক আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 11 August, 2020 | 11:01:00 PM

অলিউর রহমান মেরাজ,নবাবগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের নবাবগঞ্জ আশুরার বিল জাতীয় উদ্যানে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। সোমবার (১০ আগস্ট) রাতে ধর্ষক যুবকসহ তার চার সহযোগীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় আরো একজন পলাতক রয়েছে। আটককৃতদের মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হল: শওগুনখোলা এলাকার শরিয়াত হোসেনের ছেলে শাহিনুর (৩০) মৃত-ইসমাইল হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩১), ফতেপুর এলাকার আব্দুল মতিনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (২০), আবু তাহেরের ছেলে শাহারুল ইসলাম (২১)। তাদের মধ্যে শওগুনখোলা এলাকার মৃত খলিলের ছেলে রেজুয়ানুল (২০) পলাতক রয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি অশোক কুমার চৌহান জানায়, সোমবার দুপুরে নবাবগঞ্জে এক সহপাঠি বন্ধুর সাথে আশুরার বিলে ঘুরতে আসে বিরামপুরের এক কলেজ ছাত্রী। বিলের পাশে শালবনে দাঁড়িয়ে গল্প করার সময় শাহিনুরের নেতৃত্বে পাঁচ জন যুবক ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। আর ওই কলেজ ছাত্রীকে শালবনের ভিতরে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর সহপাঠী বন্ধু রিয়াজুল ইসলাম বাদি হয়ে সোমবার রাতে নবাবগঞ্জ থানায় একটি ছিনতাই ও ধর্ষণের মামলা করেন। পরে থানা পুলিশ চার জনকে আটক করেছে। ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী ধর্ষণকারীদের চিহ্নিত করেছেন।