বিশেষ প্রতিনিধ,চিলাহাটি ওয়েব :
ট্যাংকলরী শ্রমিক নেতাকে হত্যার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ট্যাংকলরী শ্রমিকরা। রবিবার (১২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপি ট্যাংকলরী শ্রমিকরা কর্মবিরতির ফলে ডিপো থেকে সারাদেশে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ থাকে।
বিকেল ৫টায় রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্যরা সংগঠনের প্রধান কার্যালয় পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করে। এতে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলুল হক ভূইয়া।
তিনি বলেন, গত শুক্রবার রাতে সিলেট বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ইতিমধ্যে দুই দিন অতিবাহিত হয়েছে। অবিলম্বে খুনীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর ইনচার্জ আজম খান এ বিষয়ে বলেন, গতকাল রবিবার শ্রমিকরা কর্মবিরতি পালন করায় ডিপো থেকে কোন জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হয়নি।