Home » » গাইবান্ধায় বন্যার পানি কমতে শুরু করেছে

গাইবান্ধায় বন্যার পানি কমতে শুরু করেছে

চিলাহাটি ওয়েব ডটকম : 03 July, 2020 | 11:03:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : টানা বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে সৃষ্টি বন্যার পানি কমতে শুরু করেছে । গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি হ্রাস পেয়ে ব্রহ্মপুত্রের পানি এখনো বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে ও ঘাঘট নদীর পানিগত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার পানি হ্রাস পেয়ে গাইবান্ধা শহরের নতুন ব্রিজ পয়েন্টে এখনো বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
অপরদিকে তিস্তা, যমুনা, কাটাখালি ও করোতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। ফলে এখনো পানিতে তলিয়ে আছে বাড়িঘর,রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। 
পানি কমতে থাকলেও বেড়েছে দুর্ভোগ। বন্যার পানিতে ডুবে যাওয়া বাড়িঘর ছেড়ে গবাদি পশু নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সুত্রে জানা যায, এ পর্যন্ত জেলায় ৬০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। 
এর মধ্যে ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদরসহ প্রত্যেক উপজেলায় ২৫ মেট্রিক টন করে চাল এবং ১ লাখ ৭৫ হাজার করে টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।