Home » » ঘোড়াঘাটে নন-এমপিও শিক্ষক -কর্মচারীদের মাঝে প্রণোদনা চেক বিতরণ

ঘোড়াঘাটে নন-এমপিও শিক্ষক -কর্মচারীদের মাঝে প্রণোদনা চেক বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 12 July, 2020 | 11:23:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি,চিলাহাটি ওয়েব: আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশী শিক্ষক -কর্মচারী এমপিও ভুক্ত হয়েছেন। নীতিমালা অনুসারে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। কোভিড-১৯ (করোনা ভাইরাস) এই দূর্যোগকালীন মুহূর্তে শিক্ষক-কর্মচারীদের কথা ভুলেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণোদনা বরাদ্দ দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। রোববার ( ১২ জুুুুলাই) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী তহবিল থেকে স্কুল ও কলেজ নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার. উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার। উপজেলার স্কুল ও কলেজের নন-এমপিও ১৪২ জন শিক্ষক -কর্মচারীদের মাঝে ৬ লাখ ১২ হাজার ৫ শত টাকা চেকের মাধ্যমে বিতরণ করা হয়েছে। শিক্ষক ৫ হাজার টাকা এবং কর্মচারী ২ হাজার ৫ শত টাকা। মনোনঞ্জন মোহন্ত- ঘোড়াঘাট, দিনাজপুর।