নজরুল ইসলাম,চিলাহাটি ওয়েব : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (হার্ট অ্যাটাক) হয়ে যায়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী,বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এম পি ।
এক শোক বার্তায় রেলপথ মন্ত্রী,মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।