Home » » ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচি'র উদ্বোধন

ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচি'র উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 16 July, 2020 | 6:03:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : "মুজিব বর্ষের আহবান" লাগাই গাছ বাড়াই বন" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্হানীয় সাংসদ শিবলী সাদিকের পক্ষে ঘোড়াঘাট উপজেলা চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা এবং উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ঘোড়াঘাট সামাজিক বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গন।