Home » » পলাশবাড়ীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশন আর্থিক প্রনোদনার দাবিতে মানববন্ধন

পলাশবাড়ীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশন আর্থিক প্রনোদনার দাবিতে মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : 08 July, 2020 | 11:11:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের পরিবারে চলছে নীরব দুর্ভিক্ষ। কারণ তাদের পরিবার চলে শিক্ষার্থীদের বেতনের টাকায়। 
তাই প্রনোদনার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ৮ জুলাই বুধবার সকালে পেলাশবাড়ী উপজেলার স্থানীয় চৌমাথা মোড়ে রংপুর-বগুড়া জাতীয় মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন গাইবান্ধা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন। মানববন্ধন চলাকালে বক্ত্ব্য রাখেন, গাইবান্ধা জেলা কিন্ডার গার্টেন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজজামান শাহীন স্টুডেন্ট কেয়ার কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল্লা আল মামুনছাড়াও শাহজাহান,মোস্তাফিজার রহমান প্রমুখ। পরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আর্থিক সহায়তা প্রদানের জন্য স্মারকলিপি জমা দেন।