Home » » ঘোড়াঘাট থানার ওসি করোনা জয় করলেন

ঘোড়াঘাট থানার ওসি করোনা জয় করলেন

চিলাহাটি ওয়েব ডটকম : 15 July, 2020 | 11:23:00 PM

মনোনঞ্জন মোহন্ত, ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ করোনা যোদ্ধা আমিরুল ইসলাম করোনাকে জয় করে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম বার এর সার্বিক সহযোগিতায় নিবিড় পর্যবেক্ষণে আইসোলেশনে থেকে করোনাকে জয় করেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম। তাকে ফুল দিয়ে বরণ করে নিলেন থানার সকল পুলিশ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। জানা যায়, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে এবং অসুস্থ হয়ে পড়লে গত ২৭ জুন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরনেওয়াজ আহমেদের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিম থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ করে দিনাজপুর ল্যাবে প্রেরণ করে। ১ জুলাই ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ এর করোনাভাইরাস এর ফলাফল পজেটিভ আসে এবং ওই দিন থেকে তিনি স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী ১৪ দিন থানার কোয়াটারে আইসোলেশনে থাকেন।পরবর্তিতে ১১ জুলাই দ্বিতীয় দফায় পূনরায় নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। নমুনা দিনাজপুর ল্যাবে প্রেরণ করা হলে ১৩ জুলাই তাঁর করোনার ফলাফল নেগেটিভ পাওয়া যায়। অফিসার ইনচার্জ আমিরুল ইসলামকে করোনা বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।করোনা বিজয়ী অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান,২৭ জুন আমার করোনা পজেটিভ আসলে, সংঙ্গে সংঙ্গে আমাকে আইসোলেশনে রাখা হয় এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা সহ সকল নিয়ম কানুন মেনে চলার নির্দেশনা মেনে চলি। আমি ভয় না পেয়ে মনোবল শক্ত রাখি।শুভেচ্ছা বিনিময় কালে তিনি, দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম বারকে ধন্যবাদ জানান, তিনি বলেন, আমি আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম বার যিনি সার্বক্ষণিক খোঁজখবর নিয়ে আমাকে মানসিক ভাবে শক্তি সঞ্চার করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আরও ধন্যবাদ জানান, (হাকিমপুর- ঘোড়াঘাট) সার্কেল (সহকারী পুলিশ সুপার) এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম বিপিএমকে। তিনি করোনাভাইরাস মোকাবেলায় সম্মুখ করণীয় সম্পর্কে উপদেশ দেওয়ার জন্য। সেই সংঙ্গে ধন্যবাদ জানান, ইন্সপেক্টর(তদন্ত)মমিনুল ইসলাম,এসআই রাসেদুজ্জামান, এসআই সাইফুল ইসলাম, এসআই মোজাফ্ফর রহমান,এসআই ফারুখুজ্জামান সহ থানার সকল পুলিশ কর্মকর্তা কর্মচারী এবং সকল শুভানুধ্যাযীকে। সর্বোপরি, তিনি সৃষ্টিকর্তার অপার করুনায় আবার সবার মাঝে সুস্থ শরীরে আসতে পেরে মহান আল্লাহতালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।