Home » » মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ গড়ি সামাজিক সংগঠন এর গাছ রোপন

মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ গড়ি সামাজিক সংগঠন এর গাছ রোপন

চিলাহাটি ওয়েব ডটকম : 18 July, 2020 | 9:23:00 PM

মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলো একটি নান্দনিক কিশোরগঞ্জ গড়ি সামাজিক সংগঠন।
আজ শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড চত্তরে গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচির শুভ সুচনা করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে একটি নান্দনিক কিশোরগঞ্জ গড়ি সামাজিক সংগঠন গাছ লাগাই সৌন্দর্য বাড়াই কর্মসূচি হাতে নেয়। উপজেলার হাট-বাজারের ময়লা-আবর্জনাযুক্ত স্থান, বিভিন্ন পতিত জায়গায় সৌন্দর্য বর্ধক গাছ লাগাই সৌন্দর্য বাড়াই একটি নান্দনিক কিশোরগঞ্জ গড়ি’র আনুষ্ঠানিক গাছ রোপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন এ কর্মসূচির টিম লিডার সরকারি বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক লায়ন মোঃ আজাহারুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হাবিবুর রহমান হাবুল, প্রেস ক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ (হাসান তনা),সংগঠনের আনোয়ার, বুলবুল, পিয়াল, মিম প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্তর ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্তরে সৌন্দর্য বর্ধক গাছ রোপন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদকে সংগঠনের লোগো সম্বলিত টি শার্ট ও ব্যাচ উপহার দেন আজাহারুল ইসলাম দুলাল। একটি নান্দনিক কিশোরগঞ্জ গড়ি সামাজিক সংগঠন টিম লিডার সরকারি বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক লায়ন মোঃ আজাহারুল ইসলাম দুলাল জানান- কৃষ্ণচুড়া, জাড়–ল, পলাশ, শিমুল, এ জাতীয় গাছ লাগিয়ে কিশোরগঞ্জকে সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে নেয়ার প্রয়াস মাত্র