নজরুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি,চিলাহাটি ওয়েব:বোদায় নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধান মন্ত্রীর উপহারের অর্থের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আল টবি আনুষ্ঠানিক ভাবে এই চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো, সোলেমান আলীর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,অধ্যক্ষ আমিনুল ইসলাম, আশরাফুল আলম লিটন,শিক্ষক রবিউল আলম সাবুল,জামিউল হক ও এরশাদ হোসেন সরকার বক্তব্য রাখেন। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বোদা উপজেলার ৫৭ টি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬৬ জন শিক্ষক,১৪৩ জন কর্মচারীর মাঝে ২১ লাখ ৮৭ হাজার ৫ শত টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা তাদের প্রতি সহানুভূতি প্রদান সহ উপহার প্রদান করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলো এমপিও ভুক্তির দাবী জানিয়েছেন। উল্লেখ্য নন-এমপিও শিক্ষকরা বিনা বেতনে দীর্ঘ ১৫-২০ বছর ধরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছে। তাদের চাকরী জাতীয় করণ বা বিদ্যালয় এমপিও ভুক্ত না হওয়ায় অর্থের অভাবে মানবেতর জীবন যাপন করছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আল টবি আনুষ্ঠানিক ভাবে এই চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো, সোলেমান আলীর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,অধ্যক্ষ আমিনুল ইসলাম, আশরাফুল আলম লিটন,শিক্ষক রবিউল আলম সাবুল,জামিউল হক ও এরশাদ হোসেন সরকার বক্তব্য রাখেন। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বোদা উপজেলার ৫৭ টি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬৬ জন শিক্ষক,১৪৩ জন কর্মচারীর মাঝে ২১ লাখ ৮৭ হাজার ৫ শত টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা তাদের প্রতি সহানুভূতি প্রদান সহ উপহার প্রদান করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলো এমপিও ভুক্তির দাবী জানিয়েছেন। উল্লেখ্য নন-এমপিও শিক্ষকরা বিনা বেতনে দীর্ঘ ১৫-২০ বছর ধরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছে। তাদের চাকরী জাতীয় করণ বা বিদ্যালয় এমপিও ভুক্ত না হওয়ায় অর্থের অভাবে মানবেতর জীবন যাপন করছে।