আব্দুল্লাহ আল মামুন,ভ্রাম্যমান প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নীলফামারীতে আত্ম প্রকাশ ঘটল আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি)।
জেলা আহবায়ক কমিটি গঠনের লক্ষে শনিবার সকালে নীলফামারী শহরের আলিয়া মাদ্রাসায় অধ্যাপক এম এ হেলালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক এরশাদ হোসেন সাজু, সহকারী সদস্য সচিব আব্দুল বাছেদ মারজান, রংপুর বিভাগীয় কমিটির প্রধান আব্দুল লতীফ প্রমূখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে অধ্যাপক এম এ হেলালকে আহবায়ক ও অধ্যাপক আলতাব হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এবি পার্টির জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।