Home » , » চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ নির্মান কাজে জি.এম এর পরিদর্শন

চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ নির্মান কাজে জি.এম এর পরিদর্শন

চিলাহাটি ওয়েব ডটকম : 10 July, 2020 | 9:09:00 PM

 আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : ভারতের সাথে বাংলাদেশের পঞ্চম রেল যোগাযোগ চালুর লক্ষে চিলাহাটি-হলদিবাড়ী রেল লাইন পাতানো কাজের পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ।
বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত ভারতের সীমানা থেকে চিলাহাটি রেল ষ্টেশন পর্যন্ত ৬.৭২৪ কিঃমিঃ স্লিপার ও রেললাইন পাতানোর কাজসহ দুইটি লেভেল ক্রসিং গেট, ষ্টেশন সংলগ্ন ২.৩৬ কিঃমিঃ তিনটি নতুন লাইন স্থাপন,নতুন অত্যাধুনিক প্লাটফ্রম,এ্যাপ্রোচ রোড, দ্বিতলা রেস্ট হাউজ,কাষ্টম, চেকপোষ্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ভারত তাদের অংশ অনেক আগেই জিরো পয়েন্ট থেকে হলদিবাড়ী রেলষ্টেশন পর্যন্ত লাইন পাতানোর কাজ শেষ করেছে। বাংলাদেশ অংশে রেললাইন পাতানো শেষ হলেই চলবে চিলাহাটি-হলদিবাড়ী রেলগাড়ী।
বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে উন্নয়নের দুয়ার খুলে যাবে,লাভবান হবে উভয় দেশ, বদলে যাবে চিলাহাটি হলদিবাড়ির আর্থ সামাজিক চেহারা। তাই চিলাহাটি ষ্টেশনের আশপাশে এখনো যাহার অবৈধ্য ভাবে বিভিন্ন স্থাপনা ধরে আছেন তাদেরকে উচ্ছেদ অভিযানের আগেই রেলের জায়গা ছেড়ে দেওয়ার আহবান জানান। এর জন্য তিনি স্থানীয় ভাবে সকলের সহযোগীতাও কামনা করেছেন।
তিনি আরো বলেন,চলমান করোনা পরিস্থিতির কারণে ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিঃ কাজ বন্ধ রেখেছে। ফলে দুদেশের ঘোষনা অনুযায়ী ১জুলাই চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন চালু করা সম্ভব হলো না। দীর্ঘ দিন পর আবারও রেল লাইন বসানোর কাজ পুরোদমে শুরু হয়েছে।আমরা আশাবাদী সেপ্টেম্বর মাসের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ী রেল লাইন বসানোর কাজ শেষ হবে। কাজ শেষ হলেই দুই দেশের মন্ত্রী পর্যায়ের আলোচনা সাপেক্ষে উভয় দেশের প্রধানমন্ত্রী মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলগাড়ী উদ্বোধন করবেন।
এ সময় জেনারেল ম্যানেজারের সাথে ছিলেন পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসুদুর রহমান,বিভাগীয় যন্ত্র প্রকৌশলী মনতাজুল ইসলাম,মেকানিকেল চিফ কুদরতী কুদা, প্রধান পরিবহণ অফিসার শইদুল ইসলাম,রেলওয়ের প্রকল্প পরিচালক আব্দুর রহিম ও ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিঃ প্রকল্প পরিচালক সিহাব আহম্মেদ।