Home » » ঘোড়াঘাটে শিক্ষকদের ইভিএম প্রশিক্ষণ সম্পন্ন

ঘোড়াঘাটে শিক্ষকদের ইভিএম প্রশিক্ষণ সম্পন্ন

চিলাহাটি ওয়েব ডটকম : 01 July, 2020 | 10:46:00 PM

মনোরঞ্জন মোহন্ত- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে আইসিটি জ্ঞান সম্পন্ন শিক্ষকদের ইভিএম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন-২০২০) ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিস আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে তথ্য ও প্রযুক্তি র ওপর জ্ঞান সম্পন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে দিন ব্যাপী ইলেকট্রনিক ভোটিং মেশিং (ইভিএম) পরিচালনার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। ১০ জন স্কুল ও কলেজের শিক্ষক নির্বাচন কমিশন (ইসি) থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে এ প্রশিক্ষণে অংশ নেয়। ওই ১০ জন শিক্ষক পরবর্তীতে উপজেলায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন। ঘোড়াঘাট উপজেলায় যেন কোন নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিং (ইভিএম) পরিচালনা শেখাবেন তারা। এ সময় ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক উপস্হিত ছিলেন।