Home » , » চিলাহাটিতে ৩ বছর ধরে জীবন্ত গাছে বিদ্যুৎ লাইন

চিলাহাটিতে ৩ বছর ধরে জীবন্ত গাছে বিদ্যুৎ লাইন

চিলাহাটি ওয়েব ডটকম : 22 July, 2020 | 6:00:00 PM

জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : খুটির অভাবে ৩ বছর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবন্ত গাছে পিডিবি’র ফোরফোরটি লাইন লাগিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গ্রাহররা একাধিকবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করতে গেলে একজন আরেকজনকে দেখিয়ে সময় কাটাছেন। 
ডোমার উপজেলার চিলাহাটি ডাক বাংলা থেকে বসুনীয়াপাড়া বিদ্যুৎ লাইনটি দীর্ঘদিন অতিবাহিত হলেও দেখার কেউ নাই। তাই জন দুর্ভোগের স্বীকারে পড়েছে গ্রাহকরা।
বিদ্যুৎ গ্রহকরা চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন, ২০১৭ সালের মাঝামাঝি সময় ঝড়ে বিদ্যুতের খুঁটিটি ভেঙ্গে পড়ে। সেই সময় নেসকো (পিডিবি) অফিসের লোকজন এসে খুঁটির অভাব দেখিয়ে জীবন্ত গাছে বিদ্যুৎ লাইনটি লাগিয়ে দেয়।সেই গাছ থেকে জরাজির্ন অবস্থায় বিআরডিসির গভীর নলকুপ,সেচপাম্প ও ১৯টি আবাসিক বিদ্যুৎ লাইনের সংযোগ নিয়ে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করে আসছে।
যে কোন মূর্হুত্বে গাছটি পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে গ্রাহকদের দাবী করেছেন।
নেসকো (পিডিবি) ডোমার আবাসিক প্রকৌশলী ইউছুব আলী বলেন, এই সমস্ত বিদ্যুৎ লাইনের জরুরী ভিক্তিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।