Home » » জুম অ্যাপসে মাধ্যমে ট্রলি প্রদান উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী

জুম অ্যাপসে মাধ্যমে ট্রলি প্রদান উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী

চিলাহাটি ওয়েব ডটকম : 15 July, 2020 | 12:01:00 AM

নজরুল ইসলাম,চিলাহাটি ওয়েব : রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি ১৪ জুলাই মঙ্গলবার জুম অ্যাপসে সংযুক্ত হয়ে কমলাপুর স্টেশনের জন্য মধুমতি ব্যাংকের দেয়া ১০০ টি আধুনিক ট্রলি প্রদান উদ্বোধন করেন। 
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি এ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, রেল তার সেবা বিভিন্ন ভাবে বৃদ্ধি করছে। এ সেবা বাড়ানোর উদ্যোগে যুক্ত হওয়ায় মধুমতি ব্যাংক কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান।
এ ট্রলির মাধ্যমে যাত্রী সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে মন্ত্রী উল্লেখ করেন। এ সময় কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের এমডি মোঃ শফিউল আজম ।
এছাড়া এ উদ্বোধন কার্যক্রমে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা,বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শাসসুজ্জামান। কমলাপুরে ট্রলি গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সহ বিভাগীয় কর্মকর্তারা। তথ্য সুত্র ঃ- মোঃ শরিফুল আলম সিনিয়র তথ্য অফিসার রেলপথ মন্ত্রণালয়।